কাটে না রাত, আসে না ভোর,
চোখের জলে ভেসে যায় মন॥
কত তারার মালা, হাঁসে কাঁদে,
কত স্মৃতি আমাদের বাঁচে মরে,
তুমি যে ছিলে ধ্রুবতারা,
তুমি ছাড়া আকাশ আজ–
একা, একা, একা!
কাটে না রাত, আসে না ভোর,
চোখের জলে ভেসে যায় মন॥
ঠোঁট থেকে সিগারেটের ধোঁয়া,
মিশে যায় রাতের হাওয়ায়–
ঠিক যেমন জীবন অবসানে
চিতার ধোঁয়ায় মিলিয়ে যায়।
কাটে না রাত, আসে না ভোর,
চোখের জলে ভেসে যায় মন॥
ওই দেখো ভাঙ্গছে ভোর,
নতুন আলোয় নতুন দিন,
কঠোর রোদ জাগিয়ে তোলে।
কিন্তু আমি পড়ে সেই রাতেই,
আমার ভোর– হারিয়ে গেছে!
কাটে না রাত, আসে না ভোর,
চোখের জলে ভেসে যায় মন॥
For a lost muse—
Bardhaman,
Śrāvaṇa Kṛṣṇā Saptamī,
The 24th of July in 2019 CE.