যাও তবে সখা দূর-দূরান্তে উড়ে—
প্রেমের বাঁধনে যে ধরেছে ভাঙ্গন
স্নেহের শিকড় যে গেছে উপড়ে॥
রাখিতে যে নাহি পারলাম তোমায়
সকলি বাসনার যে হলো বিসর্জন—
ঘর আমার আজি শূন্য যে হায়
কি করিব আমি বড় যে নিরুপায়॥
তবুও জীর্ণ হৃদয় কক্ষে আশা
রয়ে গেলো কোমল স্মৃতি মাঝে—
হতভাগ্য আমি রইবো এতেই তুষ্ট॥
For S. N.― বিদায়গীৎ
Bardhaman, Āśvina Kṛṣṇā Tṛtīyā.
The 19th of September in 2016.